রঘুনাথপুর ১: রঘুনাথপুর ১ব্লক কমিউনিটি হলে রঘুনাথপুর ১ব্লক তৃণমূলের বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হল,উপস্থিত মন্ত্রী সহ অন্যান্যরা
মঙ্গলবার রঘুনাথপুর ১ব্লক তৃণমূলের বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হল রঘুনাথপুর ব্লক কমিউনিটি হলে।রঘুনাথপুর ১নম্বর ব্লক তৃণমূলের সভাপতি প্রকাশ সিংদেও জানান,খুব ভালভাবে সুস্থ ভাবে এদিন বিজয়া সম্মেলন হয়েছে।সমস্ত নেতৃত্ব বৃন্দরা উপস্থিত হয়েছিলেন। সম্মেলনে প্রচুর মানুষের উপস্থিতির জন্য সকলকে বসার জায়গা দিতে না পারার জন্য দুঃখিত। আগামীদিনে অন্য জায়গায় করার পরিকল্পনা নেওয়া হবে।সকলকেই ধন্যবাদ জানাই।উপস্থিত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারাণী টুডু সহ অন্যান্যরা।