বড়ঞা: 'দেবলোক থেকে পাতাল', রামনগরে ফুটে উঠেছে মানবজীবনের প্রতিফলন
লক্ষ্মীপূজোকে ঘিরে উৎসবের রঙে রঙিন মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের পানুটিয়া ও রামনগর এলাকা। বীরভূম-মুর্শিদাবাদ সীমান্তে অবস্থিত রামনগর গ্রামে লক্ষ্মীদেবীর আরাধনাকে কেন্দ্র করে এখন যেন উৎসবের জোয়ার। প্রতি বছরের মতো এ বছরও পানুটিয়া ও রামনগরের এলাকাবাসী ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত হয়েছে ব্যতিক্রমী থিমের পূজো। দর্শনার্থীদের চমকে দিতে এ বার তাদের থিম— ‘সর্গ, মত্ত ও পাতাল’। অভিনব এই ভাবনায় সাজানো হয়েছে মণ্ডপ থেকে প্রতিমা পর্যন্ত সমস্ত কিছুই।