আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে সাধারণ মানুষের আবেদনের ভিত্তিতে খড়্গপুরে শুরু হয়েছে কাজ। প্রতিনিয়ত আছে কাজ পরিদর্শন করছেন খড়গপুর পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ। প্রায় ৯৮ হাজার টাকা খরচ করে খড়গপুর পৌরসভার দু'নম্বর ওয়ার্ডে চলছে জল প্রকল্পের কাজ, পাড়ায় সমাধান শিবিরে আবেদন জানিয়েছিলেন সাধারণ মানুষ, সেই আবেদনে সাড়া দিয়ে শুরু হয়েছে এই কাজ। সেই কাজ পরিদর্শন করছিলেন খড়গপুর পৌরসভার পৌরপ্রধান কল্যাণী ঘোষ অন্যান্য পৌর আধিকারিকারা।