মঙ্গলকোট: বিধবা এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো মঙ্গলকোট থানার পুলিশ
বিধবা এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগে প্রতিবেশী এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মঙ্গলকোট থানার পুলিশ। মঙ্গলবার আনুমানিক দুপুর সাড়ে তিনটে নাগাদ ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়। নির্যাতিতা মহিলার অভিযোগ, গতকাল দুপুরে তিনি বাড়িতে একাই ছিলেন। সেসময় ধৃত ব্যক্তি তার বাড়িতে ঢুকে এমন কান্ড ঘটায়। এরপরেই ওই মহিলা পুলিশের দ্বারস্থ হন। আর তার অভিযোগের ভিত্তিতে গতকাল রাতেই ধৃতকে তার বাড়ি থেকে ধরে পুলিশ।