আর কয়েক মাস পরেই জাপানের সুগারু চ্যানেলে নামতে চলেছেন কালনার জলকন্যা সায়নী দাস। জাপানের এই চ্যানেল প্রেরলে শুধু ভারত বর্ষ নয়, এশিয়া মহাদেশের মধ্যে প্রথম কোন মহিলা সপ্ত সমুদ্র জয় করার খেতাব পাবেন। তার আগে এদিন রাতে কালনার বারুইপাড়া এলাকায় সায়নীর বাড়িতে, যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাঁতারু সায়নী দাসকে যুব শক্তি সম্মানে ভূষিত করল তারা। এদিন বুধবার রাতে রাজ্যের মন্ত্রি স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার।