কল্যাণী: কল্যাণী AIIMS-এ জাতীয় কার্ডিও পালমোনারি রিসাসিটেশন সচেতনতা সপ্তাহ পালন, হার্ট অ্যাটাক নিয়ে প্রচার রোগীদের মধ্যে
Kalyani, Nadia | Oct 16, 2025 কেন্দ্র সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্র কর্তৃক জাতীয় কার্ডিও পালমোনারি রিসাসিটেশন অর্থাৎ সিপিআর সচেতনতা সপ্তাহ পালন করা হচ্ছে কল্যাণী AIIMS এ। গত ১৩ ই অক্টোবর শুরু হয় এই সচেতনতা সপ্তাহ আগামী ১৭ই অক্টোবর পর্যন্ত চলবে। স্বাস্থ্য দপ্তর ও কল্যাণী এমসের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বহি বিভাগ বিভাগে চিকিৎসা করতে আসা রোগীদের মধ্যেও এই সচেতনতা অভিযান চালানো হয়। হৃদরোগে আক্রান্ত হলে আপৎকালীন পরিস্থিতিতে কিভাবে রোগীর জীবন রক্ষা করতে হবে সেই কৌশল শেখানো হয়।