মঙ্গলকোট: বর্ধমানে কৃষকসভার রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানাতে মঙ্গলকোটের ভাল্যগ্রামে মিছিল করল CPI(M)
বর্ধমানের উৎসব ময়দানে ৭ই নভেম্বর কৃষক সভার ৩৮ তম রাজ্য সম্মেলনের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে। আর তাতে সকলকে যোগ দেওয়ার আহ্বান জানাতে রবিবার আনুমানিক বিকাল ৫টা নাগাদ মঙ্গলকোটের ভাল্যগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় মিছিল করল CPI(M)। মিছিলটি ভাল্যগ্রাম থেকে শুরু হয়ে কুলসোনা, বেলগ্রাম হয়ে বৈঁচিতে গিয়ে শেষ হয়। মিছিলে পা মেলান সংগঠনের পদাধিকারীরা।