ঝাড়গ্রাম: জুয়ালভাঙা-ডাইনমারি গ্রামের সংযোগবর্তী রাস্তায় কালভার্টের দাবি
রাস্তার মধ্যে থাকা কালভার্ট ফেসে গিয়েছিল বৃষ্টির জলের তোড়ে। দীর্ঘ ১০ টি বছর পেরিয়ে যাওয়ার পরেও সেই সমস্যার সমাধান হয়নি। যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার মানুষজনকে। ঝাড়গ্রাম ব্লকের বাঁধগোড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জুয়ালভাঙা-ডাইনমারি গ্রামের সংযোগবর্তী রাস্তার উপর কালভার্টি জলের ধরে ভেসে গিয়েছিল। বুধবার দুপুরে দেখা গেল কালভার্ট না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে পথ চলতি মানুষজনকে।