জাঙ্গিপাড়া: “বন্দে মাতরম”-এর সার্ধশত বর্ষ উদযাপন জাঙ্গিপাড়া মণ্ডল ৩-এ
আজ দুপুর তিনটে নাগাদ জাঙ্গিপাড়া বিধানসভা মণ্ডল ৩-এর উদ্যোগে শিয়াখালা কার্যালয়ে অবস্থিত ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি ভবন প্রাঙ্গণে শ্রদ্ধা ও গৌরবের আবহে পালিত হলো “বন্দে মাতরম” রাষ্ট্রীয় গীতের সার্ধশত বর্ষ উদযাপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি জাঙ্গিপাড়া বিধানসভা মণ্ডল ৩-এর সভাপতি মাননীয় রাজু দাস মহাশয়, মণ্ডল সাধারণ সম্পাদক, মণ্ডল সহ-সভাপতিগণ, মণ্ডল সম্পাদক, মণ্ডল কোষাধ্যক্ষ,