আলিপুরদুয়ার ২: শেষবারের মতো পাড়ার গৃহবধূকে দেখার জন্য অধিক রাতে উত্তর মজিদখানা এলাকায় জনতার ঢল নামলো
শিলিগুড়ি থেকে মৃতদেহ এসে পৌঁছালো উত্তর মজিদখানা এলাকায় বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ। কান্নায় ভেঙ্গে পড়ল আত্মীয়-স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী রা। শেষবারের মতো পাড়ার গৃহবধূকে দেখার জন্য ঢল নেমেছে জনতার বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ। এলাকার বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে বৃহস্পতিবার বেলা ১১ টার নাগাদ মৃত্যুর খবর আসে বাড়িতে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ নিয়ে এসে পৌঁছায় রাত এগারোটা নাগাদ।