বারাসাত ১: উমার বিদায় বেলায় সিঁদুর খেলায় মেতে উঠেছে দত্তপুকুর আদর্শ সংঘের মহিলা সদস্যরা, পুজোর অনুদান পেয়ে খুশি ক্লাব কর্তৃপক্ষ
বাঙালি সবচেয়ে বড় উৎসব মানেই দূর্গা পুজো, এবং এই পুজো ঘিরেই বাঙালিদের আবেগ জুড়ে থাকে, মাতৃ প্রতিমা আগমন থেকে নিরঞ্জন পর্যন্ত যে সময়টা নানান ধর্মীয় আচার এবং অনুষ্ঠানের মধ্য দিয়ে কাটায় ইতিমধ্যেই রাজ্যের একাধিক পুজুমণ্ডলর মাতৃ প্রতিমা নিরঞ্জন হয়েছে এবং বাকি রয়েছে আরও একাধিক পুজো মন্ডলের মাতৃ প্রতিমা নিরঞ্জন হতে, কুমার বিদায় বেলা বা বলা যেতে পারে, দেব