ইলামবাজার: ইলামবাজার ব্লক জাতীয় কংগ্রেসের অফিসে ভোট চোর গোদি ছোড় রাহুল গান্ধী যে আন্দোলন করেছেন তারই সমর্থনে আজ একটি সভা করা হয়
ইলামবাজার ব্লক জাতীয় কংগ্রেসের অফিসে ভোট চোর গোদি ছোড় রাহুল গান্ধী যে আন্দোলন করেছেন তারই সমর্থনে আজ ইলামবাজার ব্লক জাতীয় কংগ্রেসের অফিসে একটি সভা করা হয় সন্ধ্যা ৭ টা নাগাদ। উপস্থিত ইলামবাজার ব্লক জাতীয় কংগ্রেসের কার্যকরী সভাপতি শেখ নাজিমুদ্দিন ও কংগ্রেসের ব্লক ও অঞ্চলের বিভিন্ন অগণিত কর্মীরা।আগামী দিনে এগিয়ে যাওয়ার বার্তা কর্মীদের সামনে তুলে ধরা হয়।