রায়গঞ্জ: সোল বোয়াল মাগুরের ঝোল ভোগে দিয়ে শেয়ালের ডাক শুনে শুরু হয় বন্দর আদী কালীবাড়ির কালীপুজা
সোল বোয়াল মাগুরের ঝোল ভোগে দিয়ে শেয়ালের ডাক শুনে শুরু হয় বন্দর আদী কালীবাড়ির কালীপুজা৷ সোমবার বিকালে মায়ের সেবাইত ব্যামাক্ষেপার বংশধর রাজকুমার চট্টোপাধ্যায় জানান, কুলিক নদী থেকে এক ডুবে কলস ভরে শেয়ালের ডাক শুনেই রায়গঞ্জের আদী কালীবাড়ির কালীপুজা শুরু হবে৷ শোল, বোয়াল এবং মাগুর মাছের ঝোল দিয়ে মাকে দেওয়া হবে ভোগ৷ কয়েক শতাব্দী পুরাতন রায়গঞ্জ বন্দর আদী কালীবাড়ির কালীপুজা এখনও চলছে প্রাচীন নিয়ম মেনে৷