বংশীহারী: বংশীহারী ব্লকের মোহাম্মদপুর সমবায় সমিতির নির্বাচনে নয়ে নটি আসনে তৃণমূলের জয়
বংশীহারী ব্লকের দৌলতপুর এলাকায় অবস্থিত মোহাম্মদপুর সমবায় সমিতির নির্বাচনে নয়ে নয়টি আসনে তৃণমূলের জয়। রবিবার সন্ধ্যে সাতটা নাগাদ ভোট গণনা শেষে তৃণমূলের জয়ের পর আনন্দে মেতে উঠলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। ৭২৫ জন সদস্য নিয়ে গঠিত মোহাম্মদপুর সমবায় সমিতি নির্বাচন। সকাল থেকে নির্বাচন প্রক্রিয়া শুরু হয় বংশীহারী থানার পুলিশের কঠোর ব্যবস্থার মধ্য দিয়ে। সন্ধ্যা ৭ টা নাগাদ ফল ঘোষণা হতেই আনন্দে মেতে উঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা। এদিনের এই উল্লাসে যোগ দেন তৃণম