জামুরিয়া: ST জনজাতির উপর আক্রমণের প্রতিবাদে কেন্দা ফাঁড়ি ঘেরাও করলো বিজেপি
ST জনজাতির উপর আক্রমণের প্রতিবাদে কেন্দা ফাঁড়ি ঘেরাও করলো বিজেপি বুধবার বিকেল চারটের সময়। রাজ্যের দিকে দিকে তপশিলি উপজাতির মানুষের উপর আক্রমণের প্রতিবাদে ও আক্রমণকারীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে জামুড়িয়া মন্ডল টু এর পক্ষ থেকে কেন্দা ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা পার্টির কর্মীরা। উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার ফাঁসি দেওয়ার বিধায়ক দুর্গা মুর্মু।