অন্ডাল: ফের খনি এলাকায় তালা বন্ধ ঘরে চুরির ঘটনায় চাঞ্চল্য, ঘটনাস্থলে অন্ডাল থানার পুলিশ
ফের খনি এলাকায় তালা বন্ধ ঘরে চুরির ঘটনায় চাঞ্চল্য। ফের খনি এলাকায় তালা বন্ধ ঘরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় । শুক্রবার সকাল 11 টায় ঘটনাটি সামনে আসে অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির সিদুলি গ্রামের বাউরি পাড়ায় । খবর পেয়ে ঘটনা চলে পৌছায় অন্ডাল থানার পুলিশ, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার সূত্রে জানা যায় সিদুলির বাউড়ি পাড়ার বাসিন্দা উৎপল বাউরী ভাইফোঁটা উপলক্ষে বৃহস্পতিবার বোনের বাড়ি যান। স্ত্রী চন্দনা বাউরি যান তার বাপের বাড়ি পরাসকোল।