২৫ শে ডিসেম্বরের আগের দিন কেক কিনতে মাজদিয়া বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড়, ২৫শে ডিসেম্বর বড়দিন, এখন আর এই উৎসব শুধু ক্রিশ্চানদের নয়, বাঙালিও মেতে উঠেছে বড়দিনের উৎসবে, আগে গ্রামেগঞ্জে সেভাবে উৎসব মুখর বাঙালীর দেখা পাওয়া যেত না কিন্তু বর্তমানে উৎসব মুখর হয়ে ওঠে সে কলকাতাই হোক আর মাজদিয়ার মত গ্রাম হোক, এতে ব্যবসায়ীরাও অত্যন্ত খুশি, কেক থেকে শুরু করে সান্তাক্লজ টুপি বিভিন্ন রঙিন গাছ সাজানোর সরঞ্জাম সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। এই সময় তাদের একটা বাড়ত