দিনহাটা ২: ওভারলোডিং টোটো উল্টে আহত চালক, দিনহাটা বলরামপুর রোড যেন মৃত্যুফাঁদ, বুড়িরহাট পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ঘটে দুর্ঘটনা
ওভারলোডিং টোটো উল্টে আহত চালক, দিনহাটা বলরামপুর রোড যেন মৃত্যুফাঁদ। রবিবার বিকেল তিনটে নাগাদ বুড়িরহাট পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ঘটে এই দুর্ঘটনা। একটি ওভারলোডিং টোটো উল্টে গিয়ে তার নিচে পড়ে চালক। কোনক্রমে উল্টে যাওয়া টোটো থেকে বেরিয়ে যেতে সক্ষম হয় চালক যার কারণে প্রাণে বেঁচে যান তিনি। প্রসঙ্গত দিনহাটা শহর থেকে বলরামপুর যাওয়ার রাস্তাটির বর্তমান পরিস্থিতি বেহাল। রাস্তায় ছোট বড় গর্ত তৈরি হয়েছে আর সেই গর্তে বৃষ্টির জল ভরে থাকলে বোঝাই যায়না সেখানে