খোয়াই: সিপিআইএম অঞ্চল কার্যালয়ের সামনে ভাঙচুরের ঘটনা নিয়ে খোয়াই থানাতে গেলেও সিপিএমের এক প্রতিনিধি দল
Khowai, Khowai | Oct 6, 2025 সিপিআইএম অঞ্চল কার্যালয়ের সামনে ভাঙচুরের ঘটনা নিয়ে খোয়াই থানাতে গেলেও সিপিএমের এক প্রতিনিধি দল মূলত গতকাল রাতে এই ভাঙচুরের ঘটনাটি ঘটে। পরবর্তীতে ঘটনাটি প্রত্যক্ষ করে সকালে বিস্তারিতভাবে জানায় সিপিএমের নেতৃত্বরা। পরবর্তীতে বিকেল তিনটার দিকে খোয়াই টানাতে লিখিত অভিযোগ জানানো হয়। গোটা ঘটনার ষষ্ঠ তদন্তের দাবি তুলেছেন সিপিএমের নেতৃত্বরা।