তেলিয়ামুড়া: তেলিয়ামুড়া বিভিন্ন দুর্গাপূজার প্যান্ডেল উদ্বোধন করে বিধায়িকা শ্রীমতি কল্যাণী সাহা রায় মহোদয়া
রবিবার রাত 7 টা 30 মিনিট নাগাদ থেকে রাত এগারোটা পর্যন্ত তেলিয়ামুড়ার বিভিন্ন দূর্গা পূজার প্যান্ডেল উদ্বোধন করে বিধায়িকা শ্রীমতি কল্যাণী সাহা রায় মহোদয়া। উনার সঙ্গে ছিলেন তেলিয়ামুড়া পুরুষ পরিষদের চেয়ারম্যান রূপক সরকার সহ অন্যান্যরা।