নারায়ণগড়: তাকরাড় এ বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হলো, উপস্থিত বিধায়ক
পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বাখরাবাদ ১৩ নম্বর অঞ্চলের তাকড়ার শ্যামচরণ আদিবাসী সুশির গাঁওতা সাঁওতে তীলা শাখা র বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হলো মঙ্গলবার। উপস্থিত ছিলেন বিধায়ক সূর্যকান্ত অট্ট। অনুষ্ঠান শুরুর পূর্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় আদিবাসী নৃত্য ও নাচের মধ্য দিয়ে।