লাভপুর: কাটোয়া-আহমদপুর রেল রুটে বিশেষ পরিদর্শনে ডি.আর.এম, স্বাগত জানাতে ছিলেন লাভপুরের বাসিন্দারা
Labpur, Birbhum | Sep 16, 2025 কাটোয়া আহমদপুর রেল রুটে আজ অর্থাৎ মঙ্গলবার সকালে আচমকা পরিদর্শনে এলেন পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশনের "ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার" (ডি.আর.এম) বিশাল কাপুর।তিনি আসার খবর পেয়ে আহমদপুর রেলওয়ে স্টেশনে পুষ্প স্তবক নিয়ে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন,আহমদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার এসোসিয়েশন ও তারাশঙ্কর প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সদস্যরা। এছাড়াও ছিলেন লাভপুরের বাসিন্দারাও।পুষ্প স্তবক লাভপুরের বাসিন্দা সুবীর সেন সহ অন্যান্যরা D.R.M কে স্বাগত।