পুরুলিয়া ১: এক ব্যক্তিকে মারধরের অভিযোগে মাগুরিয়া থেকে গ্রেপ্তার ১, ধৃত কে কোটে পেশ করল পুলিশ
গতকাল পুরুলিয়া টামনা থানার অন্তর্গত মাগুরিয়া গ্রামে এক ব্যক্তিকে মারধরের অভিযোগে মাগুরিয়া গ্রাম থেকে সেলিম আনসারী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে টামনা থানার পুলিশ। ধৃত ওই সেলিম আনসারীকে এদিন রবিবার দুপুরে কোটে পেশ করে টামনা থানার পুলিশ। সেই চিত্রই তুলে ধরা হয়েছে আজকের এই প্রতিবেদনে এদিন বিকেল চারটার সময়।