ক্যানিং ১: ক্যানিং হাসপাতালে চিকিৎসা করাতে এলে সাবধান, চোরদের আখড়ায় পরিণত হয়েছে, একের পর এক চুরির ঘটনা ঘটছে
ফের হাসপাতাল থেকে টোটো চুরি। ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে একের পর এক চুরির ঘটনা ঘটছে। কিছুদিন আগেও বাইক সাইকেলের পাশাপাশি টোটো চুরির ঘটনা ঘটেছিল, মঙ্গলবার দুপুরে ফের একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ক্যানিংয়ের দাঁড়িয়া থেকে সাইরাজ মোল্লা নামে চিকিৎসা করাতে আসা এক যুবকের টোটো চুরি যায় হাসপাতাল চত্বর থেকেই। এ বিষয়ে ক্যানিং থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে হাসপাতালের সি সি ক্যামেরার ফুটেজ।