রায়গঞ্জ: পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগে ভাইয়ের নামে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দাদার,দক্ষিণ বিষ্ণুপুর এলাকার ঘটনা
রায়গঞ্জের দক্ষিণ বিষ্ণুপুরে পৈতৃক সম্পত্তি আত্মসাতের অভিযোগে রায়গঞ্জ থানার দ্বারস্থ নজরুল ইসলাম। তাঁর দাবি, ছোট ভাই নেজাম সরকার বাবার অসুস্থতার সুযোগ নিয়ে পরিবারের অজান্তেই প্রায় ৫ বিঘা পৈতৃক জমি নিজের নামে রেজিস্ট্রি করে নিয়েছেন। তিনি জানান বাবা মারা যাওয়ার প্রায় দুমাস পরে এই ঘটনা তিনি জানতে পারেন, জায়গার ভাগ চাইতে গেলেই ছোট ভাই তাকে মারধর করে। রবিবার দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।