বরাবাজার: পঞ্চায়েতের দুর্নীতির প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পুড়িয়ারা গ্রামে মিছিল ও পথসভা
ভারতীয় জনতা পার্টির ঢেলাতবামু আঞ্চলিক কমিটির আয়োজনে ঢেলাতবামু গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার বিকেলে পুড়িয়ারা গ্রামে এক মিছিল ও পথসভা আয়োজিত হয়। সভায় উপস্থিত ছিলেন, ভারতীয় জনতা পার্টির বান্দোয়ান মণ্ডল এক ও দুই এর সভাপতি দিলীপ কুমার মাহাতো ও জনার্দন সিংহ মোদক, ভারতীয় জনতা ওবিসি মোর্চার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য অক্ষয় মাহাতো বিজেপি নেতা গৌরাঙ্গ মাহাত সহ অন্যান্যরা।