সোনামুড়া: BMS ত্রিপুরা ইলেকট্রনিক্স ই রিক্সা শ্রমিক সংঘের মেলাঘর শাখার সম্মেলন
ভারতীয় মজদুর সংঘের ত্রিপুরা ইলেকট্রনিক্স ই রিক্সা শ্রমিক সংঘের মেলাঘর শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলন অনুষ্ঠিত হয় মেলাঘর ইন্দিরা নগর পুরাতন পঞ্চায়েত হল ঘরে। প্রতি তিন বছর অন্তর এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শুরু হয় প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে। প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে শুভ সূচনা করেন মেলাঘর bms সভাপতি বিপ্লব মজুমদার।