বৃহস্পতিবার বিকেলে পৌরসভা পরিচালিত ১১তম বর্ষ সরকার কাপের তৃতীয় প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে রাউতারা মিলন সংঘকে ২-০ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে ছাড়পত্র পেয়ে যায় নিউ শিব শঙ্কর ক্লাব,এদিন বিকেলে বিবেকানন্দ স্টেডিয়ামে আয়োজিত সকার কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে দুটি অর্ধে বিদেশি খেলোয়াড় স্যামুয়েলের করা করা গোলে বিজয়ী হয় নিউ শিব শংকর ক্লাব,তাদের পরবর্তী খেলা আগামী ২৭ ডিসেম্বর শনিবার,প্রতিপক্ষ শক্তিশালী ঘোষপাড়া পঞ্চদশপল্লী।