মন্তেশ্বর: ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু!!!
শনিবার সকাল আনুমানিক ১০-৩০ নাগাদ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রামে রামকৃষ্ণ মিশনে বামুনপাড়া নিবাসী সুনীল গোস্বামী ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় রাস্তা পাড় হওয়ার সময় মালডাঙ্গা থেকে মেমারি রোডে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয় সুনীল গোস্বামী। স্থানীয়রা তাড়াতাড়ি উদ্ধার করে মন্তেশ্বর স্বাস্থ্য কেন্দ্রে আসেন, কর্তব্যরত চিকিৎসক দেখেন, এবং মৃত বলে ঘোষণা করেন।