বারুইপুর: বারুইপুর দুধনই সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির আমেরিকার সেই স্বামীনারায়ণ মন্দির দেখতে উপচে পড়া ভিড়
বারুইপুর দুধনই সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির এ বছরের ভাবনা আমেরিকার শ্রী স্বামী নারায়ণ মন্দির, আর অষ্টমীর দিন এই শ্রী স্বামীনারায়ণ মন্দির দেখতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল দুধনই সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির মন্ডপে। সেই চিত্র পাবলিক আবার ক্যামেরায় মঙ্গল বার রাত আনুমানিক ১০:৩০ নাগাদ।