জয়নগর ১: দক্ষিণ কালিকাপুর জোড়াপুল যুবগোষ্ঠীর শ্যামাপুজোর ভাবনা প্রকৃতির বন্ধনে শান্তির সন্ধানে
দক্ষিণ কালিকাপুর জোড়াপুল যুবগোষ্ঠীর শ্যামাপুজো। এবারে পা দিল ৬১ তম বর্ষে। এ বছরের তাদের থিম— “প্রকৃতির বন্ধনে শান্তির সন্ধানে”। প্রকৃতি আর মানুষের সহাবস্থানের বার্তাই তুলে ধরা হয়েছে এই থিমে। পুরো মণ্ডপ সাজানো হয়েছে নানা প্রজাতির গাছপালা ও লতাপাতার ফর্ম দিয়ে, যা দর্শনার্থীদের যেন এক অন্য জগতে নিয়ে যাবে। মণ্ডপের সঙ্গে মানানসইভাবে নির্মিত হয়েছে দেবী প্রতিমাও।