খড়গপুর শহরে আয়োজন করা হয় বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক। খড়গপুর শহরে কৌশলা এলাকায় বিজেপির নতুন জেলা কার্যালয়ে আয়োজন করা হয় এই বৈঠকের। এদিন বিকেল প্রায় সাড়ে চারটে নাগাদ আয়োজিত এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন উত্তর প্রদেশ সরকারের মন্ত্রী জে পি এস রাঠোর।