মিনাখাঁ: ঘুসিঘাটা বাজারে সাইকেল ও বাইকের ধাক্কায় গুরুতর আহত বাইক চালক ও সাইকেল চালক
ঘুসিঘাটা বাজার সংলগ্ন এলাকায় আজ মঙ্গলবার সাইকেল ও বাইকের ধাক্কায় গুরুতর আহত বাইক চালক ও সাইকেল চালক উভয়ই__ আহতদেরকে ভর্তি করা হলো মিনাখা গ্রামীণ হাসপাতালে। কলকাতা বাসন্তী হাইওয়ের ঘুসিঘাটা বাজারের কাছে বাইকের ধাক্কায় আহত হন হাড়োয়া'র কুলটি গ্রাম-পঞ্চায়েতের অন্তর্গত সমষপুর গ্রামের কর্ণধর মন্ডল নামে এক ব্যক্তি। ওই ব্যক্তি যখন রাস্তা পারাপার করছিল তখন হঠাতই পিছন দিক থেকে একটি মোটরবাইক এসে তাকে ধাক্কা মারে। রাস্তার উপরেই ছিটকে পড়েন ওই ব্যক্তি। পাশাপাশি