খেজুরি ১: শুধু চুরি নয় যেখানে যত খুন-ধর্ষণ,গণরেপ-সব কিছুতেই তৃণমূলের গুন্ডারা,আজ বাঁশগড়ায় বলেন রাজ্যের বিরোধী দলনেতা
পূর্ব মেদিনীপুর জেলার বাঁশগড়ায় দলীয় কর্মসূচিতে বক্তব্য প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন শুধু চুরি নয় যেখানে যত খুন ধর্ষণ গন রেপ সব কিছুতেই জড়িত তৃণমূল কংগ্রেসে ও তার গুন্ডারা।এদের কে আমি নস্যি বলে মনে করি। শুভেন্দু বাবু হুঁশিয়ারি দিয়ে বলেন ২০২৬শে শুধু পূর্ব মেদিনীপুর জেলা থেকে নয় রাজ্য থেকেও তাড়াবো,পুলিশ সরিয়ে নিন বাড়ির ইট খুলে নিয়ে আসবে বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।