নবদ্বীপ: ফাঁসিতলা ঘাট সহ নবদ্বীপের একাধিক গঙ্গার ঘাটের ছট পুজোয় মেতে উঠলেন মহিলা সহ হিন্দি ভাষাভাষী অসংখ্য মানুষজন
Nabadwip, Nadia | Oct 27, 2025 সোমবার বিকেলে ফাঁসিতলা ঘাট সহ একাধিক গঙ্গার ঘাটে ছট পুজো বা ছটি মাইয়ার আরাধনা বা উপাসনায় মেতে উঠতে দেখা গেল মহিলা সহ অসংখ্য হিন্দি ভাষাভাষী মানুষদের,এদিন সূর্যাস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় পৌরসভা পরিচালিত ফাঁসিতলা গঙ্গার ঘাট,রানীর ঘাট শ্রীবাস অঙ্গন ঘাট ও গ্রামীণ এলাকা স্বরূপগঞ্জ ঘাটে ছট পুজো উপলক্ষে ছটি মাইয়া ও সূর্য দেবের উপাসনা,উপাসনায় সমানভাবে মেতে উঠতে দেখা গেল মহিলা সহ অসংখ্য হিন্দি ভাষাভাষী ভক্তদের।