পোলবা-দাদপুর: মহানাদের ব্রহ্মময়ী দক্ষিণা কালীর পুজো এ বছর ১৯৬ তম বর্ষে পদার্পণ করল
মহানাদের ব্রহ্মময়ী দক্ষিণা কালীর পুজো এ বছর ১৯৬ তম বর্ষে পদার্পণ করল। আজ কালীপুজোর দিন সোমবার বেলা তিনটে নাগাদ এমনটাই জানালেন ওই মন্দিরের পুরোহিত। হুগলির পোলবার মহানাদ এক ঐতিহাসিক গ্রাম। জানা যায় ১৮৩০ সালে রাজা কৃষ্ণচন্দ্র নিয়োগ এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। কথিত আছে মহানাদের ব্রহ্মময়ীর এই কালীমন্দির দেখে এই মন্দিরের আদলে তৈরি হয়েছিল দক্ষিণেশ্বরের কালীমন্দির। প্রত্যেক বছর রটন্তি চতুর্দশী তে এই মন্দিরে হয় মায়ের,,