হাইলাকান্দি: ধনীপুর সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায় উন্নয়নের কাজে সচেষ্ট বার্তা দেনZPMদিলোয়ার হুসেন বড়ভুইয়া
ধনীপুর সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভায় আজ সোমবার বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য দিলোয়ার হুসেন বড়ভুইয়া। তিনি তার বক্তব্যে সমিতির উন্নয়ন মূলক কাজে সদায় সচেষ্ট থাকবেন বলে জানান। এদিন তাঁকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন এ সমিতির চেয়ারম্যান আর শুভেচ্ছা জ্ঞাপন করেন।