সীতাই: শিলদুয়ার নিউ জাগৃতি সংঘ, চৌরঙ্গীক্লাব ও বিবেকানন্দ পল্লী দুর্গাপূজার শুভ উদ্বোধন করলেন বিধায়িকা
শিলদুয়ার নিউ জাগৃতি সংঘ, চৌরঙ্গীক্লাব ও বিবেকানন্দ পল্লী দুর্গাপূজার শুভ উদ্বোধন করলেন বিধায়িকা। শনিবার সন্ধ্যা ৭:৪৩ মিনিট নাগাদ এই দুর্গাপূজা গুলির শুভ উদ্বোধন করেন বিধায়িকা সংগীতা রায়। তিনি ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন বিশু রায় প্রামাণিক, অনিমেষ বসুনিয়া ও ক্লাবের সদস্যরা।