কলকাতা: সুভাষ সরোবরের ধারে মিয়াওয়াকি বন তৈরির উদ্যোগ নিল কেএমডিএ
শহরের বুকে সবুজায়ন বাড়াতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ) নতুন এক উদ্যোগ হাতে নিয়েছে। দক্ষিণ কলকাতার প্রখ্যাত সুভাষ সরোবরের ধারে তৈরি হচ্ছে এক ‘মিয়াওয়াকি বন’।কেএমডিএ সূত্রে জানা গেছে, মিয়াওয়াকি পদ্ধতিতে তৈরি এই বনটি জাপানি উদ্ভিদবিজ্ঞানী আকিরা মিয়াওয়াকির উদ্ভাবিত পদ্ধতির অনুসরণে তৈরি হবে।