কোচবিহার ১: কোচবিহারের মূল সমস্যা অনুপ্রবেশ, ধমকে চমকে SIR আটকানো যাবে না, কোচবিহারে বললেন অনন্ত মহারাজ
বিহারের পর এবার বাংলাতেও হতে যাচ্ছে এস আই আর।বিধানসভা নির্বাচনের আগেই এরাজ্যে এস আই আর হবে। আর এই এস এই আর নিয়ে নানান রকমের প্রশ্ন তুলতে শুরু করেছে যে রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেস। এ প্রসঙ্গে এই দিন কোচবিহারে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ বলেন, কোচবিহারের মূল সমস্যাই হচ্ছে অনুপ্রবেশ। এস আই আর হলে বহু ভুয়া ভোটার বাদ যাবে। এটা নির্বাচন কমিশনের একটি ভালো সিদ্ধান্ত।