বাসন্তী: চম্পাবতী শিশু উদ্যান আশ্রমে আয়োজিত হল ভাই ফোটার অনুষ্টান " উপস্থিত ছিলেন শিক্ষক অমল নায়েক।
বাসন্তী দক্ষিণ ২৪ পরগনা চম্পাবতী শিশু উদ্যান আশ্রমে আয়োজিত হল ভাই ফোটার অনুষ্টান উপস্থিত ছিলেন অমল নায়ক মহাশয় তিনি তার বক্তব্যে জানান নিজের ভাই নেই বোন নেই তবুও ভাই ফোটা তাদের মধ্যে অনেকেই মাতৃহিন ও পৃত্রীহিন এবং কেউ বা তাদের বাবা মা থাকলেও চরম দারিদ্র্যের কারনে রেখে গিয়েছেন এই আশ্রম এ বৃহস্পতিবার সকাল ১০ নাগাদ ভাইয়ের জীবন আরো উজ্জ্বল হোক এই পার্থনা য় আলোয় ভরিয়ে দেয় আশ্রম স্থল আর সেই ছবি দেখছেন সরাসরি পাবলিক অ্যাপের মাধ্যমে।