সামশেরগঞ্জ: বিধায়কের হাতে চাচন্ডে উন্নয়নের নতুন দিশা! রাস্তা ও আলো প্রকল্পের শিলান্যাস
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে উন্নয়নের ছোঁয়া। চাচন্ড গ্রাম পঞ্চায়েতে একসঙ্গে ২৬টি ঢালাই রাস্তা এবং ৪২টি স্ট্রিট লাইটের শুভ শিলান্যাস করা হয়। শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক আমিরুল ইসলাম সহ এলাকার একাধিক বিশিষ্টজন। শুক্রবার বিকেলে বিধায়ক জানান, এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের অসুবিধার কথা মাথায় রেখে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের মাধ্যমে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।