খসড়া তালিকায় নাম বেরোনোর পরও পুনরায় তথ্য যাচাইয়ের জন্য গ্রামের ২৭৮ জন ভোটারের নাম বাদ। ক্ষোভে ফুসছে মালদার চাচলের সুতি এলাকা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে গাফিলতের অভিযোগ তুলে গ্রামের রাস্তায় বিক্ষোভ দেখালো বঞ্চিত ভোটারেরা। মালদার চাঁচল থানার সুতি এলেকার ঘটনা। রবিবার দুপুর আড়াইটা নাগাদ গ্রামের রাস্তায় বিক্ষ প্রদর্শন করেন তারা। ভোটারদের অভিযোগ,এসারের সম্পূর্ণ একাধিক নথি জমা করেছিল, খসড়া তালিকায় তাদের নামও বেরিয়েছিল। কিন্তু হঠাৎ সংশ্লিষ্ট বিরল বলছে তা