৪বছর ১০মাস ২৩ দিন পর এলাকায় গিয়ে ক্ষোভের মুখে পড়েছেন বিজেপি বিধায়ক, কটাক্ষ তৃণমূলের ব্লক সভাপতি. উল্লেখ্য মঙ্গলবার কোচবিহার পানিিশালা এলাকায় বিজেপি বিধায়কের উপস্থিতিতে সভা চলাকালীন তৃণমূলের আক্রমণের অভিযোগ ওঠে. এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়ে চিকিৎসার জন্য যান কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালে।যদিও নির্বাচনের এতদিন পর ওই এলাকায় গিয়ে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছেন বিজেপি বিধায়ক বলে কটাক্ষ করেন তৃণমূলের ব্লক সভাপতি।