মাথাভাঙা ১: এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ভাওয়াইয়া গানকে অপমান সূচক মন্তব্যের প্রতিবাদে মাথাভাঙ্গায় ভাওয়াইয়া শিল্পীদের প্রতিবাদ
সোশ্যাল মিডিয়ায় দেবা অধিকারী নামে এক ব্যক্তি রাজবংশী লোকগান এবং ভাওয়াইয়া গানের বিকৃতি করন এবং অপমানসূচক প্রচার করার অভিযোগে মাথাভাঙ্গা ভাওয়াইয়া শিল্পী দের পক্ষ থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে লিগাল নোটিশ জারি করা হলো। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ এক সাংবাদিক সম্মেলনে পদ্মশ্রী গীতা রায় বর্মন জানান তাদের ভাওয়াইয়া এবং রাজবংশী লোকগান কে দেবা অধিকারী নামে এক ব্যক্তি পরিচিত মন্তব্য করেছেন এবং অপমান সূচক করা হয়েছে এতে রাজবংশী সমাজের অপমান করছেন।