শালবনি: দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে শালবনির রানাপাড়া রেলওয়ে আন্ডার পাস খুলে দেওয়া হল, তবে ভারী যান চলাচলে থাকছে নিষেধ
শালবনির রানাপাড়া এলাকায় দীর্ঘদিন যাবত বন্ধ ছিল রেলগেট। সংস্কারের কাজ চলছিল, কদিন আগেই সম্পন্ন হয়েছে সংস্কারের কাজ। এরপর খুলে দেওয়া হয়েছে রানাপাড়া রেলওয়ে আন্ডার পাস। এই রাস্তা দীর্ঘদিন বন্ধ থাকার ফলে সমস্যায় পড়েছিলাম সাধারণ মানুষ। ফলে এই রাস্তা ফের চালু হওয়াতে উপকৃত নিত্যযাত্রীরা