মাটিগাড়া: ক্রেতা সেজে গহনা দেখার অছিলায় আনুমানিক ১০ লক্ষ টাকার সোনার গহনা নিয়ে চম্পট; ফাটাপুকুর থেকে গ্রেফতার দুষ্কৃতীদের সহযোগী
শিবমন্দিরে সোনার দোকানে প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করলো পুলিশ, উদ্ধার ২৫ গ্রাম সোনা। গ্রাহক সেজে এসে ১০ লক্ষ টাকার সোনার গয়না চুরির ঘটনায় দুষ্কৃতীদের সহযোগীকে গ্রেপ্তার করলো মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। গত ২৫ সে আগষ্ট শিবমন্দির বাজার এলাকার একটি সোনার দোকানে দিনের আলোয় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। গ্রাহক সেজে এক দুষ্কৃতী দোকানে আসে। সোনার চেন দেখতে থাকলে পরবর্তীতে আরও এক দুষ্কৃতী গ্রাহক সেজে দোকানে ঢোকে।