রঘুনাথপুর ১: পশ্চিমবঙ্গ আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হল বেড়ো রেল স্টেশন সংলগ্ন ময়দানে
মঙ্গলবার সারাদিন ধরেই রঘুনাথপুর ১নম্বর ব্লকের অন্তর্গত বেড়ো রেল স্টেশন সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ আদিবাসী কোড়া সমাজ কল্যাণ সংগঠনের সম্মেলন।এদিন এই সম্মেলনে আসাম,বিহার, ঝাড়খণ্ড ছাড়াও এই রাজ্যের ১৫টি জেলা থেকে কোড়া সম্প্রদায়ের প্রায় লক্ষাধিক মানুষজন এসেছিলেন বলে উদ্যোক্তারা মঙ্গলবার রাত্রি 8টা নাগাদ জানান। তাদের মূল দাবি গুলির মধ্যে ছিল পশ্চিমবঙ্গ আদিবাসী কোড়া উন্নয়নের জন্য পশ্চিমবঙ্গ আদিবাসী কোড়া উন্নয়ন ও সাংস্কৃতিক পর্যদ গঠন করা।