বলাগড়: হোয়রা জিটি রোড সংলগ্ন এলাকায় একটি অ্যালুমিনিয়াম ফয়েলস্ তৈরির কারখানা সামনে অবস্থান বিক্ষোভ করল সিআইটিইউ
হোয়রা জিটি রোড সংলগ্ন এলাকায় একটি অ্যালুমিনিয়াম ফয়েলস্ তৈরির কারখানা সামনে বিভিন্ন দাবিতে অবস্থান বিক্ষোভ করল সিআইটিইউর পক্ষ থেকে। বিক্ষোভ শেষে আজ সোমবার বৈকাল চারটে নাগাদ সংগঠনের পক্ষ থেকে জানানো হয় এদিন বলাগর বিধানসভাএলাকার হোয়রা জি টি রোড সংলগ্ন এলাকায় সি আই টি ইউর পক্ষ থেকে আট দফা দাবিতে বিক্ষোভ দেখানো হয়। এদিন এখানে উপস্থিত হয় সি আই টি ইউর হুগলি জেলার সভাপতি মলয় সরকার জানান এলাকার চাষিরা শিল্পের স্বার্থে,,