কালনা ১: অস্ট্রেলিয়া, ইতালি, স্পেন ও কানাডা থেকে বিদেশি পর্যটকদের ভিড় মন্দিরময় শহর কালনায়
নভেম্বরের প্রথম রবিবারেই বিদেশি পর্যটকদের পায়ে মন্দিরময় শহর কালনা হয়ে উঠল আরও উজ্জ্বল। অস্ট্রেলিয়া, ইতালি, স্পেন ও কানাডা থেকে আগত একঝাঁক পর্যটক এদিন ঘুরে দেখলেন কালনার ঐতিহ্যবাহী রাজবাড়ি ও ১০৮ শিবমন্দির। তাঁদের অভ্যর্থনা জানালেন কালনা পুরসভার পুরপ্রধান আনন্দ দত্ত এবং তাঁদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন তিনি। গাইডের বর্ণনায় কালনার সুপ্রাচীন মন্দির, টেরাকোটার কারুকাজ ও স্থাপত্য দেখে মুগ্ধ হন বিদেশিরা। তাঁদের আগামী দিনে ফের আসার আমন্ত্রণও জানান